কেমন আছে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা?

ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা তাদের পুনর্বাসনের জন্য সরকারের নিকট ধর্ণা

বঙ্গবাজার পুড়েছে প্রায় চার মাস হতে চলছে l এর মধ্যে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা তাদের পুনর্বাসনের জন্য সরকারের নিকট ধর্ণা দিচ্ছে দোকান মালিকরা l এই বঙ্গবাজারে যাদের দোকান ছিল বা যারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতো তারা সকলেই শতভাগ ক্ষতিগ্রস্থ l আর্থিক দিক দিয়ে অনেক ছোট দোকানিরা আছে তারা খুবই কষ্টে দিন কাটাচ্ছে পরিবার নিয়ে l আর বড় ব্যাবসায়ীরা তাদের ও শতভাগ ক্ষতি হয়েছে l ক্ষতি উভয় পক্ষের হয়েছে ঠিকই, তাদের নতুন করে আবার ঘুরে দাঁড়াতে হবে সেই আশা করেছে তারা l

ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা সরকারের সাহায্যের অপেক্ষায় আছে l কিন্তু তারা  এখন পর্যন্ত সেরকম কোনও প্রকার সাহায্য বা আশ্বাস পায়নি l সরকার থেকে বলেছে তাদের পুনর্বাসন করা হবে l আর্থিক সাহায্য করবে কি পরিমান করবে সেটা জানা যায়নি l

তবে বঙ্গবাজার দোকানের কর্মচারীরা রোজার ঈদের আগে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়েছে জনপ্রতি ২৫,০০০ টাকা করে l এবং ১০ কেজি চাল,এক  কেজি ডাল, এক কেজি লবন, এক কেজি চিনি, এক কেজি তেল, 200 গ্রাম হলুদের গুঁড়া, 200 gram মরিচের গুঁড়া l মোট ১৪ কেজি ৪০০ গ্রামের একটি বস্তা প্রায় নয় দশ  হাজারের মতো  কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয় l সরকারের এই আর্থিক সাহায্য পেয়ে দোকান কর্মচারীরা মহা খুশি l তারা বলেছে এটাই আমাদের ঈদ বোনাস l

বঙ্গবাজারের এক দোকানের মালিক মোহাম্মদ আলী আমাদেরকে দেয়া এক সাক্ষাৎকারে  বলেছে, তারা যদি এর মধ্যে নিজেদের  পুনর্বাসন করতে না পারে তাহলে আগামীতে তাদের পরিবার নিয়ে চলতে কষ্ট হবে l তিনি বলেন সরকার এখনো পর্যন্ত তাদের কোনও সাহায্য করেনি।

উপরে প্যান্ডেল টাঙ্গিয়ে কোনো রকম অস্থায়ী ভাবে দোকান চালাচ্ছে

বিভিন্ন জায়গার থেকে টাকা লোন করে উপরে প্যান্ডেল টাঙ্গিয়ে কোনো রকম অস্থায়ী ভাবে দোকান চালাচ্ছে। গরম, রোদ, বৃস্টির মধ্যে অনেক কষ্টে তাদের জীবিকার জন্য লোরে যাচ্ছে। অনেক ব্যবসায়ী শুধুমাত্র তাদের ব্যবসা খোলা রাখার জন্য দিনরাত কাজ করতে বাধ্য হয়। বিভিন্ন চাপের মধ্যে তারা তাদের অস্তিত্বের অধিকারের জন্য লড়াই করেছে। তারা ক্রমবর্ধমান ভাড়া এবং সম্পত্তির মূল্যের মধ্যে ব্যবসা রক্ষা করার জন্য লড়াই করছে। অনেককে স্থানান্তর করতে বাধ্য করা হয়েছে, এবং কেউ কেউ পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারের একটি সুতাও উদ্ধার করতে পারেনি ক্ষতিগ্রস্থরা। আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু আগুনের লেলিহান শিখা ভেঙে যাবার সাহস কারো হয়নি। একে একে পাঁচটি মার্কেট পুড়ে ছাই। বঙ্গবাজারের ভয়ানক আগুনে পুড়ে  যাওয়ার ঘটনা বাংলাদেশ সহ বিশ্বের সব দেশি দেখেছে। কি ভাবে চলতি ব্যবসা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়েছে দোকান মালিক সহ গরিব কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *