ঢাকা ১৭ আসনের উপনির্বাচন ভোট গ্রহণ চলছে

Desk Report
0
88
উপনির্বাচন

আজ ১৭ জুলাই ঢাকা ১৭ আসনের উপনির্বাচন ভোট গ্রহণ চলছে। এই আসনের প্রাথী হিরো আলম অভিযোগ করে যে, তার এজেন্টদের বের করে দিয়েছে বলে সে অভিযোগ করেছে এক প্রিজাইডিংকে সে অভিযোগ করে বলে যে, আমার এজেন্টদের বের করে দিয়েছে ছাত্রলীগের লোকরা। তার এজেন্টদের নির্বাচনী এলাকাতে ঢুকতে দেয়া হবেন না বলে সে গণমাধ্যম কর্মীদের কাছে অভযোগ করেছে। সে বলে আমি মাঠ ছাড়বোনা আমি মাঠে থাকে আন্দোলন চালিয়ে যাবো।

উল্লেখ যে, এই আসনটির সংসদ সদস্য ছিল চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তিনি সিঙ্গাপুরে একটি হসপিটালে মারা যান গত ১৫ মে। তাই আসনটি শুন্য ছিল এতদিন ধরে। আজ সেই আসনের উপনির্বাচন চলছে। নির্বাচন কমিশনের একজন কর্মকর্তারা জানান,নির্ধারিত সময়েই এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়।

বিএনপি এই উপনির্বাচেনে অংশ গ্রহণ না করায় ভোটারদের উপস্থিতি অনেক কম বলে সেখানকার জনগণ বলছে। আইনশৃঙ্খলা বাহিনী সব ভোটকেন্দ্রে উপস্থিতি চোখে পড়ার মতো। কিছু কিছু কেন্দ্রে সাময়িক গন্ডগোল থাকলেও তা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তা থেমে যায়।

প্রায় চার লাখের ভোটারের এ আসনে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে নির্বাচিনের খবরাখবর রাখবে প্রধান নির্বাচন কমিশন(সিইসি )।

ঢাকা ১৭ আসনের উপনির্বাচনী প্রাথী মোট ৮ জন । তাদের মধ্যে ক্ষমতাসীন দলীয় প্রার্থীরা হলেন এক, নৌকা প্রতীকে মোহম্মদ আলী আরাফাত।
দুই, লাঙল প্রতীকে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান।
তিন,সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান।
চার,গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির কাজী রশিদুল হাসান।
পাঁচ,ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন।
ছয়,ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন।
সাত,একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)
আট, ট্রাক প্রতীকে স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া

দেশবাসী আশা করছে কোনোরকম গন্ডগোল ছাড়া যেন ভোট হয়। জাতীয়ও সংসদ নির্বাচন আর বেশি দেরি নাই। তাই মাত্র ৪ মাস তারা সংসদে বসতে পড়াবেন।

Leave a reply