মাত্র তিন মাস বাকি ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের তার আগে
তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বড় ধাক্কা। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তামিম ইকবাল। সে ক্রিকেটে ফিরে আসবে কি আসবেনা সেটা তার সিদ্ধান্ত। তবে বাংলাদেশের সাপোর্টারদের কথা চিন্তা করে তার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত যে কোনো উপায়ে তাকে দলে ফিরিয়ে আনা। তার অবসরের কারণ সে বুঝতে চাইলো সে খুবই অপমান বোধ করেছিলো। সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে সে নিজেকে সামলিয়ে রাখতে পারেনি। সে কাঁদলেন এবং ১৮ কোটি ভক্তদের কাঁদালেন। বার বার ইমোশনাল হয়ে পড়ছিলেন।
চট্রগ্রামে আফগানিস্তানের বিপক্ষে চলতি তিন ম্যাচ সিরিজের মাঝপথে এমন সিদ্ধান্ত ক্রিকেটের জন্য এক বিশাল ক্ষতি। এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল।
সে এক সংবাদ সম্মেলন করতে গিয়ে একটু রেগে গিয়েছিলো। কোনো এক অবান্তর প্রশ্নের উত্তরে। পরে স্বাভাবিক হয়ে সে তার বক্তব্য চালিয়ে যায়। এবং বলে যে, আমি আমার পরিবারের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।
কান্নাবিজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন,এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আমি। আমি দীর্ঘ ১৬ বছরের আমার আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। ভক্তদের ভালোবাসা না পেলে আমি আজ ক্রিকেটার তামিম ইকবাল হতে পারতাম না। এ জন্য আমি ভক্তদেরও ধন্যবাদ জানাই তারা আমাকে সব সময় সাপোর্ট করেছে। আমাকে ভালোবেসেছে। আপনাদের প্রতি ও আমার ভালোবাসা রইলো।
তামিম আরো ধন্যবাদ দেন কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তা ও তার দলের খেলোয়াড়দের। তাদের সাথে দীর্ঘ পথ পারি দিয়েছি। সুখে দুঃখে তারা আমার পাশে ছিল।
আমার পরিবার আমাকে সব সময় খেলার প্রতি অনুপ্রেরণা দিয়ে গেছে। আমার ছোট চাচা তার জন্য আমি আজ ক্রিকেটার হতে পড়েছি।
এবছরের অক্টোবরে ভারতের মাটিতে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের শুরু হবে । তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের নিয়মিত ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবালের অবসর ঘোষণা জাতীয় দলের জন্য বিশাল ক্ষতি বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)
এক দর্শক সাক্ষৎকারে বলে যে আমরা খেলা দেখি শুধু আপনাদের কয়েকজনের জন্য। তার মধ্যে তামিম ভাই আছে সে আমাদের কাছে এক নক্ষত্র।
আরেক সাপোর্টার বলে যে,ভাই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখি শুধু মাত্র আপনাদের জন্য। মনে হয় না আর কখনো বাংলাদেশের খেলা দেখা হবে। এভাবে একে একে করে তামিমরা অভিমান করে আমাদের কাঁদিয়ে চলে যাবে আমরা তো আর সহ্য করতে পারবোনা।
জাতীয়দলের ওপেনার বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাক খান সংবাদ সম্মেলন শেষে বলেন আপনাদের সবার কাছে দুয়া চাই। আমার জন্য সবাই দুয়া করবেন।পরবর্তীতে কি করবো তা এখনও সিধান্ত নেয়া হয়নি।