
পশ্চিমারা আরেকটি নতুন সদস্য দেশ যুক্ত করলো সুইডেনকে। পশ্চিমাদের হাতকে শক্তিশালী করলো নতুন সদস্য সুইডেন ন্যাটোতে যোগদান করে। ন্যাটোতে সুইডেনের যোগদানের বিরোধিতা করে আসছিল সদস্যদেশ তুরস্ক। দেশটির অভিযোগ ছিল, আঙ্কারার শত্রুদের প্রশ্রয় দিচ্ছে সুইডেন। শেষ পর্যন্ত আগের অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক। সুইডেনকে ন্যাটোভুক্ত করতে এখন কোনো আপত্তি নেই তাদের। ফলে ন্যাটোর অংশীদার হতে সুইডেনের সামনে আর কোনো বাধা রইল না। সুইডেন এখন ন্যাটোর নতুন সদস্য l ইউক্রেনের আগে সর্বশেষ 2022 সালে ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। সুইডেনকে নিয়ে নাটোর সদস্য সংখ্যা দাঁড়ালো ৩১।
ন্যাটোর যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে। এই জোটের মূল লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী সময় ইউরোপে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আধিপত্য ঠেকানোর জন্য । প্রথমে ন্যাটোর সদস্য ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ফ্রান্সসহ ১২টি দেশ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর পূর্ব ইউরোপের অনেক দেশ এই জোটে যোগ দেয় ।
এখন আরও অনেক দেশ ন্যাটোর সদস্য হতে চাচ্ছে। তবে বহু বছর ধরে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিরোধিতা করে এসেছে রাশিয়া। শেষপর্যন্ত আর ইউক্রেকে ঠেকাতে পারলোনা রাশিয়া। রাশিয়া আশঙ্কা করছে খুব তাড়াতাড়ি জোটটি রাশিয়ার মূল ভূখণ্ডের খুব কাছে চলে আসবে।
ন্যাটোর নীতিমালা অনুযায়ী, জোটের কোনো দেশ হামলার শিকার হলে অন্য দেশগুলো সহায়তায় এগিয়ে আসবে। এখন সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার ফলে জোটের শক্তি আরও বাড়বে। কারণ, দেশটির প্রায় ১ লাখ ৬০ হাজারের বেশি সংরক্ষিত সেনা রয়েছে।