বাংলাদেশে হিন্দি মুভি পাঠান থেকে কত আয় হয়েছে

দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে ১২ মে ২০২৩ এ  বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সুপার ডুপার হিট সিনেমা পাঠান। এ মুভিটি ভারতের স্মরণকালের সব থেকে বেশি বাণিজ্যিক ভাবে সফলতা অর্জন  করেছে । তাই এই মুভিটি বাংলাদেশে বাণিজ্যিক দিক ও হল মালিকদের কথা চিন্তা করে ছবিটি আনে।

শাহরুখ খান, দীপিকা পাডুকোন, জন আব্রাহাম ও সালমান খান অভিনীত এ সিনেমাটি নিয়ে প্রত্যাশার কমতি ছিল না। বিশেষ করে হল মালিকরা বেশ আশায় ছিলেন ‘পাঠান’ সিনেমাটি নিয়ে।

প্রথম সপ্তাহে সারাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মাল্টিপ্লেক্সগুলোতে ভালো দর্শক টেনেছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে ‘পাঠন’ সিনেমার হল সংখ্যা বাড়লেও কমেছে শো সংখ্যা। জানা গেছে, ৪৩টি হলে প্রতিদিন ১৮৫টি শো চলছে সিনেমাটির।

সিনেমা হলের ভাগ্য ফেরাতে আমদানি করা হয়েছিল ‘পাঠান’ সিনেমাটি। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে দেশে আনা হয়েছিল সিনেমাটি। ধারণা করা হয়েছিল, মুক্তির পর দর্শকদের উপচেপড়া ভিড় হবে। কিন্তু তেমনটা দেখা যায়নি সিঙ্গেল স্ক্রিনে। তবে জানাগেছে সালমান খানের জন্য নাকি অনেকে সিনেমাটি দেখেছে।

যে রকম ভাবা হচ্ছিলো যে ভালো বাংলাদেশে অনেক প্রফিট করবে পাঠান সিনেমাটি আসলে তেমন ভাবে কেউ গ্রহণ করেনি। তেমন ব্যবসা সফল হয়নি। প্রথম দিন ভালো থাকলেও ধীরে ধীরে দর্শক কমতে থাকে।

বাংলাদেশে এখন পর্যন্ত কত আয় করল পাঠান? পাঠান সিনেমাটির  আমদানিকারক মামুন বলেন, এখন পর্যন্ত আমাদের আয় হয়েছে ২ কোটির।    এখনো চলছে সুতরাং আয় আরও বাড়তে পারে। তৃতীয় সপ্তাহেও চলতে পারে ‘পাঠান’। তবে শো সংখ্যা কমে আসবে।

‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি। মুক্তির প্রথম মাস হাজার কোটির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। অর্জন করেছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হওয়ার গৌরব অর্জন করেছে। একশন ভিত্তিক হাই রেজুলেশন গ্রাফিক্স দ্বারা নির্মিত এই পাঠান সিনেমাটি।

বলিউড বাদশা শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া ও কিছু অংশে সুপার ষ্টার সালমান খান সহ অনেকেই। অনেকে বলে সালমান খানকে আর শাহরুখ খানকে একসাথে দেখার জন্য হলে গিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *